| |
               

মূল পাতা জাতীয় গাজা অভিমুখে ত্রাণবাহী জাহাজে ইসরাইলী হামলার প্রতিবাদে খেলাফত আন্দোলনের বিক্ষোভ মিছিল


গাজা অভিমুখে ত্রাণবাহী জাহাজে ইসরাইলী হামলার প্রতিবাদে খেলাফত আন্দোলনের বিক্ষোভ মিছিল


রহমত নিউজ     03 October, 2025     06:30 PM    


গাজা অভিমুখে রওনা দেওয়া ত্রাণবাহী জাহাজ গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় হামলার প্রতিবাদে বিক্ষোভ-মিছিল করেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন।

শুক্রবার (৩ অক্টোবর) বাদ জুমা রাজধানীর কামরাঙ্গীরচরে বিক্ষোভ-মিছিল করে দলটি। এতে নেতৃত্ব দেন সংগঠনের আমীর মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী।

তিনি বলেন, শৈলী বাহিনীর এ সন্ত্রাসী হামলা বিশ্ব মানবতার বিরুদ্ধে জঘন্য বর্বরতা। সারা বিশ্বের মানবতাবাদী নাগরিকদের প্রতিবাদকে তোয়াক্কা না করে ইসরাইল ফিলিস্তিনের গাজাকে নিশ্চিহ্ন করার মিশনে নেমেছে।ফ্লোটিলার নৌযানগুলো গাঁজার ক্ষুধার্ত জনগণের কাছে পৌঁছে দিতে জরুরী খাদ্য, পানি,ঔষধ বহন করছিল। ত্রাণবাহী নৌযান আটকিয়ে ইসরাইল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। জাতিসংঘের উচিত ইসরাইলকে আন্তর্জাতিক আদালতে দাঁড় করিয়ে বিচারের মুখোমুখি করা।

মাওলানা মিয়াজী অবিলম্বে জাহাজগুলোতে আটকে পড়া বিভিন্ন দেশের নাগরিকদের মুক্তি দেয়াসহ গাজায় ত্রান পৌঁছাতে ইসরাইলি বাহিনীর অবরোধ তুলে নিতে বাধ্য করার জন্য বিশ্বনেত্রীবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, দলের নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী, সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন ও প্রচার সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী।